
প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য রবিবারে চলবে বাড়তি মেট্রো, মিলবে ৭ মিনিট অন্তর
রবিবার ছুটির দিন। তাই মেট্রো চলাচল করে কম। তবে ১১ ডিসেম্বর, রবিবারে প্রাইমারি টেট । তাই কলকাতা মেট্রো ওই দিন আরও বেশি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার্থীদের যাতে যাতায়াতে কোনও অসুবিধা না হয়, তাই এই সিদ্ধান্ত। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নর্থ- সাউথ রুটে ৮টি মেট্রো বাড়ানো হচ্ছে। এর মধ্যে ৪টি আপ এবং ৪টি ডাউন লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। উল্লেখ্য, রবিবারে সাধারণত ১৫ মিনিট অন্তর চলাচল করে মেট্রো। তবে ওই দিনে পরীক্ষা শুরুর আগে ৭ মিনিট অন্তর এবং পরীক্ষা শেষের পরে ১০ মিনিট অন্তর চলাচল করবে মেট্রো।জানা গিয়েছে, প্রাইমারি টেটের দিনে যাত্রী সংখ্যা বেশি হবে তাই বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে মেট্রো আধিকারিক ও কর্মীদের। অন্যান্য দিনের তুলনায় ওই দিন অতিরিক্ত আধিকারিক এবং কর্মী থাকবেন এসপ্ল্যানেড, মহানায়ক উত্তমকুমার, দমদম, শোভাবাজার-সুতানটি এবং দক্ষিণেশ্বর স্টেশনে। আপ এবং ডাউন লাইনে ৬৯ বার করে মোট ১৩৮বার ছুটবে মেট্রো। অন্যদিকে, গত ১ ডিসেম্বর থেকে ইস্ট-ওয়েস্ট রুটে বেড়েছে মেট্রোর সংখ্যা। প্রসঙ্গত, এই রুটে মেট্রো চলাচল করত দিনে ১০০টি। বেড়েছে ৬টি মেট্রো। মানে, এই রুটে ১ ডিসেম্বর থেকে চলাচল করছে মোট ১০৬টি মেট্রো। মেট্রো কর্তারা জানিয়েছেন, যাত্রী পরিষেবার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত করা হবে পরিষেবা।