যাত্রীর মুখের ছবি মিলিয়ে খুলবে দরজা, ফেসিয়াল রেকগনাইজেশন টেকনোলজি’-র গেট বসছে কলকাতা বিমানবন্দরে

‘ফেসিয়াল রেকগনাইজেশন টেকনোলজি’ গেট বসছে কলকাতা বিমানবন্দরে। এখানে যাত্রীর মুখের ছবি মিলিয়ে খুলবে বিমানবন্দরে প্রবেশের দরজা। বর্তমানে এই গেটের ট্রায়াল রান চলছে। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা সি পট্টভি জানিয়েছেন, মাস দেড়-দুয়েক এই পরীক্ষামূলক পর্যায় চলবে। তারপর এপ্রিল মাসে তা আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রীয় সরকার ‘ডিজি যাত্রা’ নামে একটি কর্মসূচি নিয়েছে। ফেসিয়াল গেট তার একটি অংশ। সুরক্ষার স্বার্থে এমন অত্যাধুনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মত বিমানবন্দর আধিকারিকদের। এই গেটের বৈদ্যুতিন সংযোগ ব্যবস্থা এখন বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। প্রতিদিন জনা পঞ্চাশেক যাত্রীর ছবি কম্পিউটারে তুলে তা গেটে বসানো ডিভাইসের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। যাত্রীর মুখের ছবি মিলিয়ে গেট খুলছে কি না, সেটা পরীক্ষা করে রিপোর্ট তৈরি করছেন বিমানবন্দরের কর্মীরা। গোটা ব্যবস্থায় যে যে ত্রুটিগুলি সামনে আসছে, তার দিকেও নজর দেওয়া হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, এই ব্যবস্থার ফলে সুরক্ষা ব্যবস্থা আরও আটোঁসাটোঁ হবে। একজন যাত্রী বিমানবন্দরে কবে এসেছেন বা গিয়েছেন, তার রেকর্ড থাকবে বিমানবন্দরের ডেটাবেসে। বিমানবন্দর সূত্রে খবর, বারাণসী, পুনে, কলকাতা ও বিজয়ওয়াড়া বিমানবন্দরে ফেসিয়াল গেট ইতিমধ্যে বসিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এবার তা বসছে  কলকাতায়।

error: Content is protected !!