
নাগপুরে গোষ্ঠী সংঘর্ষে মূল অভিযুক্ত ফাহিম খান গ্রেপ্তার
নাগপুরে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় মাইনরিটিস ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)-র স্থানীয় নেতা ফাহিম শামীম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার নাগপুর পুলিশের তরফে জানানো হয়েছে, ফাহিম খানকেই এই হিংসার মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ১৭ মার্চ নাগপুরের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। পুলিশ সূত্রে খবর, এফআইআর দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই ফাহিম খানকে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশ ফাহিম খানের একটি ছবি প্রকাশ করে এবং একটি ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের আগে তিনি একটি উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছেন। ৩৮ বছরের এই নেতা মাইনরিটিস ডেমোক্রেটিক পার্টির নাগপুর শহর শাখার সভাপতি এবং ইয়াশোধারা নগরের সঞ্জয় বাগ কলোনির বাসিন্দা। তাঁকে ২১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে এবং ভিডিও প্রমাণ থেকে জানা গেছে, ফাহিম খানের বক্তৃতা নাগপুরের চিতনিস পার্ক এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে বিশেষ ভূমিকা পালন করে। ঘটনাটি শুরু হয় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে দক্ষিণপন্থী গোষ্ঠীর একটি বিক্ষোভ চলাকালীন একটি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ অবমাননার গুজব ছড়িয়ে পড়ায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাথর ছোঁড়ার ফলে ৩৪ জন পুলিশ কর্মী আহত হন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নাগপুরে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। তবে শহরের অনেক সংবেদনশীল এলাকায় কারফিউ জারি রয়েছে এবং ২,০০০ এর বেশি সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।