এবার কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে ইডির নোটিস

এ বার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর নেতা ফারুক আবদুল্লাকে তাদের শ্রীনগরের দফতরে হাজির থাকতে বলেছে ইডি। ফারুকের বিরুদ্ধে অভিযোগ এই যে, জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে পদের অপব্যবহার ঘটিয়ে তিনি টাকা নয়ছয় করেছেন। ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই-এর থেকে প্রাপ্ত টাকা ফারুকের আমলে বেআইনি ভাবে অনেকের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে সিবিআই। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মীরা বিরুদ্ধে টাকা নয়ছয় করেছেন, এমনটা দাবি করে চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সেই চার্জশিটের ভিত্তিতে অর্থ তছরুপের মামলায় তদন্ত শুরু করে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।বয়সজনিত কারণে তিনি হাজিরা এড়াতে পারেন বলে তাঁর দলের একটি সূত্র মারফত জানা গিয়েছে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি।

error: Content is protected !!