আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে ফাস্ট ট্যাগ

দেশে সব যানবাহনের জন্য ফাস্টট্যাগ আজ থেকে বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এর আগে জানিয়েছিল, যানবাহনের জন্য সময়সীমা ১ জানুয়ারি, ২০২১ থেকে ফেব্রুয়ারি ১৫, ২০২১ পর্যন্ত করা হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রক ২০২০ সালের নভেম্বরে একটি বিজ্ঞপ্তি জারি করে, যাতে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে সমস্ত যানবাহনের জন্য ফাস্টট্যাগ বাধ্যতামূলক করে। গাড়ি সরবরাহকারী বা ডিলারশিপদের চার চাকার নতুন গাড়ি নিবন্ধনের জন্য ফাস্টট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। ২০২১ সালের ১ এপ্রিল থেকে নতুন তৃতীয় পক্ষ বীমা গ্রহণের জন্য একটি বৈধ ফাস্টট্যাগর প্রয়োজন হবে। টোল প্লাজায় যানবাহন চলাচল কমাতে, ভারত সরকার (জিওআই) টোল পেমেন্টকে বৈদ্যুতিন করার জন্য দেশজুড়ে ফাস্টট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে। টোল প্লাজা দিয়ে যাতায়াতকারী সমস্ত যানবাহনকে ফাস্টট্যাগ ব্যবহার করে বাধ্যতামূলকভাবে টোল চার্জ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!