Latest Posts
রেললাইনে ট্রাক, ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে লরিকে ধাক্কা মেরে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেসনেই নিষেধাজ্ঞা! রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতনবসন্ত উৎসবের জন্য টানা ৩ দিন বন্ধ থাকবে লাটাগুড়ি ও গোরুমারা এবং নেওড়া ভ্যালির জঙ্গলপরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা এবং ভাইয়ের হাতে খুন তরুণীহাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন!নাগরাকাটায় আউটপোস্ট তৈরির জন্য এসএসবি-কে জমি দিল রাজ্য সরকারপোলেরহাটে ২টি ইটভাটায় হানা দিয়ে উদ্ধার ২১ শিশুশ্রমিকভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল-লাদাখশিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডএবার কান চলচ্চিত্র উত্‍সবে আলিয়াস্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টের

পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা এবং ভাইয়ের হাতে খুন তরুণী

পরিবারের অমতে প্রেমিককে বিয়ে করেছিলেন তরুণী। বিয়ের এক দিন পরেই তাঁর দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ভিন জাতের প্রেমিককে বিয়ে করায় বাবা এবং ভাইয়ের হাতে খুন হয়েছেন ওই তরুণী। তাঁর বাবা এবং ভাই তাঁকে শ্বাসরোধ করে খুন করে, প্রমাণ লোপাটের জন্য দেহ দ্রুত দাহ করে দেন বলেও অভিযোগ। উত্তরপ্রদেশে নয়ডার এই ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নেহা রাঠোর। তাঁর বাড়ি নয়ডা সেন্ট্রাল এলাকায়। উত্তরপ্রদেশের হাপুরের বাসিন্দা দেবেন্দ্র সিংহের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর। তবে তাঁরা আলাদা সম্প্রদায়ের হওয়ায় সেই সম্পর্ক মেনে নেয়নি তাঁর পরিবার। দেবেন্দ্র ভিন জাতের হওয়ার কারণে নেহার পরিবার সেই সম্পর্কে আপত্তি জানিয়েছিল। তাই পরিবারের অমতেই প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন ২৩ বছরের নেহা। জানা গিয়েছে, গত মঙ্গলবার গাজ়িয়াবাদের আর্য সমাজ মন্দিরে দেবেন্দ্র এবং নেহা বিয়ে করেন। কিন্তু তা জানতে পেরেই মেয়েকে খুন করার পরিকল্পনা করেন তাঁর বাবা ভানু রাঠোর বলে অভিযোগ। তাই তিনি বড় মাপের বিয়ের অনুষ্ঠান করবেন বলে মেয়েকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসেন। মেয়েও তাঁর বাবার কথায় বিশ্বাস করে বাড়িতে ফিরে আসেন । এর পরের দিন তাঁর বাবা এবং ভাই হিমাংশু নেহাকে খুন করেন বলে অভিযোগ। প্রমাণ লোপাট করার জন্য তাঁরা তড়িঘড়ি নেহার দেহ সৎকার করেন বলেও অভিযোগ।

error: Content is protected !!