নিজের নাবালিকা মেয়েকে তিনতলার ছাদ থেকে ঠেলে দিল বাবা

বচসাকে কেন্দ্র করে নিজের নাবালিকা মেয়েকে তিনতলা ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধে । তিনতলার ছাদ থেকে রাস্তায় পড়লেও প্রাণে বেঁচে গিয়েছে মেয়েটি ৷ জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় ওই কিশোরী বর্তমানে চিকিৎসাধীন । এই ঘটনায় মেয়েকে খুনের চেষ্টার মামলায় বাবাকে গ্রেফতার করেছে পুলিশ । আজ দুপুর ১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকার আনন্দপল্লী এলাকায় । ধৃত বাবার নাম চিন্ময় গোপ । রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে । হাত, কোমর, পা ও মাথায় গভীর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে । এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, ‘‘আজ দুপুর একটা নাগাদ যাদবপুর থানায় একটি ফোন আসে । গণ্ডগোল’কে কেন্দ্র করে বাবা তার ১৫ বছরের মেয়েকে তিনতলা ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে বলে জানানো হয় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ।’’

error: Content is protected !!