মহিলা সাব ইনস্পেক্টরকে দিনের পর ধর্ষণের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে, ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলও

মহিলা সাব ইনস্পেক্টরকে ধর্ষণের অভিযোগ উঠল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ওই মহিলা অফিসারকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ৩৩ বছরের ওই মহিলা অফিসার দেরাদুনের প্যাটেল নগর থানায় সম্প্রতি অভিযোগ দায়ের করেন। তার পরই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সেখানকার পুলিশ সুপার নিজে এই তদন্তে নজরদারি করছেন বলে জানা গিয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, আট মাস আগে দেরাদুন পুলিশ ইউনিটে ট্রান্সফার হয়ে এসেছিলেন নির্যাতিতা মহিলা সাব ইনস্পেক্টর। সেখান থেকে তাঁর বাড়ি অনেকটাই দূরে। তাই ডিউটিতে যোগ দেওয়ার শুরুর দিকে তিনি বাড়ি ফিরতে পারতেন না। পরের দিন সকালেও ডিউটি ছিল। সে জন্য হোটেলে থেকে যাওযার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই মহিলা পুলিশ অফিসার। সে সময়ে ওই কনস্টেবল তাঁর জন্য হোটেলের ব্যবস্থা করে এবং সে হোটেলে নিয়ে যায় মহিলা অফিসারকে। এর পর হোটেলের ঘরে নিরাপত্তা ঠিক আছে কি না সেই অজুহাতে ঘরে ঢুকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিয়ো করে রেখেছিল ওই কনস্টেবল। এর পর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে একাধিক বার মহিলা অফিসারকে কনস্টেবল ধর্ষণ করেছে বলে অভিযোগ। দিনের পর দিন অত্যাচারের পর অবশেষে মুখ খোলেন ওই পুলিশ অফিসার। কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। এর পরই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেরাদুনের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রমাণ জোগাড় করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এক জন মহিলা পুলিশ অফিসারের যদি এ রকম পরিস্থিতিতে পড়তে হয়, তাহলে সাধারণ মহিলাদের অবস্থা কী হবে, সে প্রশ্নও তুলেছেন অনেকে।

error: Content is protected !!