অবশেষে জঙ্গলেই ছেড়ে দেওয়া হল কুলতলির দক্ষিণরায়কে

অবশেষে জঙ্গলেই ছেড়ে দেওয়া হল সেই বাঘটিকে। ৬ দিনের লড়াইয়ের পর নিজের ডেরায় ফিরল কুলতলির ত্রাস রয়্যাল বেঙ্গল টাইগার। মঙ্গলবার তাকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বনদফতর ৷ এরপর ঝাড়খালি চিকিৎসাকেন্দ্রে নিয়ে গিয়ে বনি ক্যাম্পে রাখা হয়েছিল বাঘটিকে ৷ বাঘের নখ, দাঁত সব পরীক্ষার করা হয় ৷ আজ, বুধবার সকাল ৭টা নাগাদ  রামগঙ্গা রেঞ্জের ৪ নম্বর ধূলিভাসানির জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হয় কুলতলির ডোঙ্গাজোড়া গ্রাম থেকে উদ্ধার হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারটিকে। সম্পূর্ণ সুস্থ রয়েছে বলেই চিকিৎসকদের অভিমত।