প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক প্যাকেজ চার রাজ্যে, কিছুই পেল না বাংলা

ডায়মন্ড হারবারের সভায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব ব্যানার্জি বলেছিলেন, রাজ্যে ক্ষমতায় আসলে বিশেষ আর্থিক প্যাকেজ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্ষমতায় আসলে কী হবে সেটা সময় বলবে, আপাতত বাংলার প্রাপ্তি শূন্যই। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিপূরণ হিসেবে চার রাজ্যক এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে ৩১১৩ কোটি টাকার প্যাকেজ দিল অমিত শাহের নেতৃত্বাধীন কমিটি। তাতে নাম নেই পশ্চিমবঙ্গের। প্রাকৃতিক দুর্যোগ এবং পঙ্গপালের হানার কারণে তামিলনাড়ু, বিহার, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি পেল এই আর্থিক প্যাকেজ। গতবছর আমফানের দাপটে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলা। কিন্তু পাওয়া গেল না কোনও কেন্দ্রীয় সাহায্য। প্রসঙ্গত, আমফানের জন্য কেন্দ্রের অনুদান নিয়ে অনেকদিন ধরেই টানাপোড়েন চলেছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। জানা গেছে, অন্ধ্রপ্রদেশ পাচ্ছে ২৮০.৭৮ কোটি টাকা, বিহার ১২৫৫.২৭ কোটি টাকা, তামিলনাড়ু নিভারের জন্য ৬৩.১৪ কোটি এবং ঘূর্ণিঝড় বুরেভির জন্য ২৮৬.৯১ কোটি টাকা। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি পাচ্ছে ৯.৯১ কোটি। পঙ্গপাল হানার জন্য মধ্যপ্রদেশ পাচ্ছে ১২৮০.১৮ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!