আদালতের নির্দেশ ছাড়া করা যাবেনা এফআইআর, হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যজুড়ে একাধিক এফআইআর দায়ের করা হয়েছিল। আর তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী  । তিনি দাবি করেন, হয় তাঁর বিরুদ্ধে সমস্ত এফআইআর খারিজ হোক না হলে সিবিআই তদন্তের নির্দেশ দিক আদালত। শুভেন্দুর আবেদনের ভিত্তিতে গতকালই হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে তাঁর বিরুদ্ধে চলা সমস্ত এফআইআরে। এরপরই হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এ বিষয়ে সব পক্ষের কাছেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

error: Content is protected !!