হাওড়ার ফোরশোর রোডের গুদামে আগুন

শুক্রবার সাত সকালে হাওড়ার ফোরশোর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে একটি প্লাস্টিকের কারখানা ও গুদামে আগুন লেগেছে। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্লাস্টিক কারখানায় আগুন লাগে। সেখান থেকে কারখানা সংলগ্ন একটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে। গুদামে কী মজুত করা ছিল, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেতেই একে একে ঘটনাস্থলে এসেছে ১৫টি ইঞ্জিন। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে ওই আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল। হাওড়া এবং শিবপুর থানার পুলিশও ঘটনাস্থলে হাজির হয়। প্রসঙ্গত, যে গুদামে আগুন লেগেছে, তার পাশে একটি পেট্রল পাম্প রয়েছে। যার জেরে আশঙ্কা তৈরি হয়েছে। ভয়ঙ্কর কোনও পরিস্থিতি এড়াতে পেট্রল পাম্পটিকে ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। ফোরশোর রোডের একাংশ বন্ধ করে আগুন নেভানোর কাজ চলেছে। কালো ধোঁয়ায় ভরে গেছে গোটা এলাকা। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর নেই। যদিও কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। 

error: Content is protected !!