মধ্যপ্রদেশের ইন্দোরে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

বুধবার সকালে মধ্যপ্রদেশের ইন্দোরে একটি হোটেলে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাসে চলে যায় ছ’তলা হোটেলের বেশিরভাগ অংশই। হোটেলকর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে নামলেও তাতে বিশেষ সুবিধা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। আগুনের জেরে ষষ্ঠ তলে আটকে পড়েন হোটেলের আবাসিকদের অনেকে। উদ্ধারকারী দল তিন মহিলা সহ আটজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে প্রশাসন সূত্রের খবর।

error: Content is protected !!