ঝালদার পুরনো থানায় অগ্নিকাণ্ড

ঝালদার পুরনো থানায় আগুন। এই পুরনো থানাতেই থাকেন ঝালদা থানার ‘বিতর্কিত’ আইসি সঞ্জীব ঘোষ। তবে আগুন লাগার সময় তিনি তাঁর কোয়ার্টারে ছিলেন কিনা, তা এখনও জানা নেই। যদিও এই অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা, নাকি অন্তর্ঘাত, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টার পর এই থানায় বাজেয়াপ্ত করে রাখা মোটরসাইকেল ও গাড়িতে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হয় দমকল। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা দেখছে দমকল ও ঝালদা থানার পুলিস। এই থানার শহরের সমস্ত সিসিটিভির সার্ভার রয়েছে। অর্থাৎ তপন কান্দু খুনসহ ঝালদা পুরসভার গেটে কংগ্রেসের বিক্ষোভের সব ছবি এখানে থাকার কথা। আগুন লাগার কারণ কিছুই জানা যায়নি। তবে প্রায় ৩৫-৪০টি বাইক পুড়ে গিয়েছে। তপন কান্দু খুনের পর সিআইডি এবং সিট এই থানা থেকেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল। সিবিআই তদন্তভার নেওয়ার পর তারাও এখানে এসেছিল, যদিও তারা সব ফুটেজ পায়নি বলেই সূত্রে জানা যায়।

error: Content is protected !!