ধানবাদের কেন্দুয়া মার্কেটের দোকানে অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের

ঝাড়খন্ডের ধানবাদের কেন্দুয়া মার্কেটের দোকানে আগুন, পুড়ে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। তার মধ্যে একজনের বয়স ৫। সেখানকার একটি দোকানে আচমকা আগুন লাগে, সেই আগুন ছড়িয়ে পড়ে ওপর তলায় থাকা বাড়িতেও। জানা গিয়েছে দোকানের ওপর তলায় থাকতেন ওই দোকানেরই মালিক। দোকানি সুভাষ গুপ্তর ৭০ বছর বয়সী মা উমা গুপ্ত, ২৩ বছর বয়সী বোন এবং ৫ বছরের মেয়ে মৌলির মৃত্যু হয়েছে। সুভাষ গুপ্ত, তাঁর স্ত্রী, বৃদ্ধ বাবা এবং ২ বছরের ছেলে অগ্নিকাণ্ডে জখম। স্থানীয় বাসিন্দারা, যাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন, তাঁদের কেউ কেউ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ৬জন। আহতদের চিকিৎসার জন্য শহিদ নির্মল মাহাতো মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরু রাস্তার ভেতর হওয়ার জন্য দমকলের বড় ইঞ্জিন পৌঁছতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অপেক্ষাকৃত ছোট ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।

error: Content is protected !!