
ইদের দিন মগরাহাট স্টেশনে আগুন, ব্যাহত ট্রেন চলাচল
ঈদের দিন ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ ২৪পরগনার মগরাহাট রেলস্টেশনে ৷ খুশির দিন মুহূর্তের মধ্যে ম্লান হয়ে গেল সোমবার ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে হঠাৎই মগরাহাট রেল স্টেশনে আগুন দেখতে পান স্থানীয়রা । এরপর মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে । আগুনের লেলিহান শিখা দ্রুত গ্রাস করে নেয় স্টেশনের বেশ কয়েকটি দোকান । তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালান তাঁরা ৷ তবে তাঁদের সেই চেষ্টা বৃথা যায় । এরপর খবর দেওয়া হয় দমকলকে ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন । সূত্রে খবর, মগরাহাট স্টেশনের অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা ৷ শিয়ালদা দক্ষিণ শাখা ডায়মন্ডহারবার রুটের ডাউন লাইনের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে । পাশাপাশি শিয়ালদা দক্ষিণ শাখায় অন্যান্য রুটে ট্রেন চলাচলের উপর নিয়ন্ত্রণ আনা হয়েছে । একাধিক লোকাল ট্রেন আটকে রয়েছে বিভিন্ন স্টেশনে । পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে । কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে মগরাহাট থানার পুলিশ ।