ইডেন সংলগ্ন রাস্তায় যাত্রী বোঝাই মিনি বাসে আগুন

ইডেন সংলগ্ন রাস্তায় আচমকাই একটি যাত্রী বোঝাই মিনি বাসে আগুন ধরে যায়। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচলতি সাধারণ মানুষের মধ্যে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। বৃহস্পতিবার দুপুরে ইডেন গার্ডেনসের সামনে রাস্তার ধারে এসপ্ল্যানেড–বোটানিক্যাল গার্ডেনস রুটের একটি মিনিবাসে আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পুলিশি উদ্যেগে ইডেন গার্ডেনস সংলগ্ন রাস্তা থেকে সবাইকে নিরাপদ দুরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যান্য গাড়িগুলিকে আগুন লাগা মিনিবাসের থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রথমে পুলিশকর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পাঠানো হয় দমকলেও। দমকলের একটি ইঞ্জিন এসে শেষ পর্যন্ত মিনিবাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

error: Content is protected !!