লেক গার্ডেনসে এক বহুতলে আগুন

লেক থানার ১৬২ নম্বর লেক গার্ডেনস রোডে এক বহুতলের পাঁচতলায় মঙ্গলবার বিকেলে হঠাৎ আগুন লাগে। এতে কেউ জখম হননি। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে তারা। আগুন লাগার কারণ তদন্ত করে দেখছে দমকল।

error: Content is protected !!