ডোমজুড়ে তেলের কারখানায় বিধ্বংসী আগুন

বিধ্বংসী আগুনের গ্রাসে পেট্রোল প্রক্রিয়াকরণের কারখানা ৷ হাওড়ার ডোমজুড় এলাকার জালান কমপ্লেক্স এলাকার ঘটনা ৷ দমকল বিভাগের ১৮ টি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় নিভল আগুন ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, শনিবার রাত ১১ টা নাগাদ কারখানাটিতে আগুন লাগে ৷ সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পাশের একটি কারখানায় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, তেল কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও, পাশের কারখানার চাপা আগুন নেভানোর কাজ এখনও চলছে ৷ স্থানীয় সূত্রে খবর, ওই কারখানায় মূলত সংশোধিত পেট্রোল প্রক্রিয়াকরণের কাজ হত ৷ পরে তা বিভিন্ন পেট্রোল পাম্পে পাঠানো হত । আগুন লাগার সময় কারখানার ভিতরে প্রায় ২০ জন শ্রমিক কাজ করছিলেন । হঠাৎ আগুন দেখতে পেয়ে কারখানা ছেড়ে পালিয়ে যান তাঁরা ৷ এরপর স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ কারখানায় বিশাল পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষের মধ্যে কারখানার চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন ৷ দমকলের আধিকারিকরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও প্রাথমিকভাবে ব্যর্থ হন তাঁরা ৷ কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ রূপ নেয় আগুন ৷ কারখানার ভিতর থেকে বিকট শব্দ শোনা যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ পরিস্থিতি সামাল দিতে দমকলের আরও ইঞ্জিন ডেকে পাঠানো হয় ৷ অবশেষে, মোট 18টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূচনা ৷ আগুন নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতির উপর নজর রাখছেন দমকল ও পুলিশের আধিকারিকরা ৷ শুরু হয়েছে তদন্ত ৷

error: Content is protected !!