পার্কসার্কাসে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড

শনিবার দুপুরে পার্কসার্কাসে কোয়েস্ট মল থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত শামশুল হুদা রোডের একটি ফ্ল্যাটে হঠাৎ আগুন লাগে। স্থানীয়  বাসিন্দারা জানিয়েছেন, ওই বহুতলের দোতালার একটি ফ্ল্যাটে আগুন লাগে। সেখানে একজন অধ্যাপক ও অধ্যাপিকা থাকেন। কিন্তু, যখন ঘটনাটি ঘটে, তখন তাঁরা কেউই বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে।  নিমেষের মধ্যে আগুনে ঢেকে যায় গোটা চত্বর। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন এবং পুলিশও । বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে  এলাকায়।  

error: Content is protected !!