
বড়বাজারের ছাতার গুদামে আগুন
বড়বাজারে নুর মহম্মদ লেনের ছাতার গুদামে আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকানের ভিতরে প্রচুর দাহ্যপদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়াচ্ছে। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বড়বাজারের নুর মহম্মদ লেনের ছাতার গুদাম থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। তারপরে দ্রুত সেখানে পৌঁছে যান দমকল কর্মীরা। তাঁরা ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছেন বলে দমকল সূত্রে খবর। যদিও দুপুর ১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেও বড়বাজারের বহু দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুরনো ইমারতের ভিতরে ঘিঞ্জি দোকান হওয়ায় আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে অসুবিধা হয়। এছাড়া প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।