দিল্লির ওয়াজিপুর এলাকার কলকারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড 

শুক্রবার সকালে দিল্লির ওয়াজিপুর এলাকার এক কলকারখানায় আগুন আগে। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে চারিদিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ২৫টি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।