
পারাদ্বীপ বন্দরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৭টি নৌকা
পারাদ্বীপের নেহেরু বাংলা ফিশিং হারবারে আগুন লাগে ৷ বৃহস্পতিবার আগুন লাগার কথা জানিয়েছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ জানা গিয়েছে, বিধ্বংসী আগুনে ১২ টি বড় নৌকা এবং ৫ টিরও বেশি ইঞ্জিন চালিত ছোট নৌকা সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ তবে কী কারণে এই আগুন লাগল তার কারণ এখনও নিশ্চিত করে বলা যায়নি ৷ পুলিশ সূত্রে খবর মিলেছে, ওড়িশার জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ মৎস্য বন্দরে আগুন লাগে ৷ দমকলের ১২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ জানা গিয়েছে, ওইদিন বিকাল পাঁচটার দিকে ১ নম্বর জেটিতে একটি নৌকায় আগুন লাগে ৷ এরপরই সেই আগুন দ্রুত আশেপাশের নৌকোগুলিতে ছড়িয়ে পড়ে। পারাদ্বীপের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিরঞ্জন বেহেরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ১২টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল ৷ সংবাদ সংস্থাকে তিনি বলেন, “পারাদ্বীপ ফিশিং হারবারে আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ কোনও হতাহতের খবর নেই ৷ আগুন নেভানোর জন্য প্রায় ১০টি পরে আরও দু’টি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়েছিল ৷” স্থানীয়দের মতে, ক্ষতিগ্রস্ত নৌকাগুলোর মধ্যে ৫টি বড় এবং বাকি ৬টি ছোট নৌকা ছিল। আগুন লাগার সঠিক কারণ যদিও স্পষ্ট করে বলতে পারেনি কেউই ৷ আতঙ্ক এড়াতে এলাকায় পাঁচটি বিভিন্ন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ পারাদ্বীপের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত পুলিশ সুপার-সহ শীর্ষ আধিকারিকরাও দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ এই বন্দরে গড়ে প্রায় ৬৫০টি বড় নৌকা এবং ৪০০টি ছোট নৌকা প্রতিদিনই থাকে ৷