
পার্ক স্ট্রিটে মিষ্টির দোকানে আগুন
পার্ক স্ট্রিটে আবারও আগুন ৷ শুক্রবার বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ পার্ক স্ট্রিটে বহুতলের নীচে থাকা একটি জনপ্রিয় মিষ্টির দোকানে আগুন লাগে ৷ ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছায় আগুন নেভাতে ৷ প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ এসি থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল কর্তৃপক্ষ ৷ পার্ক স্ট্রিটে পার্ক হোটেলের উলটোদিকে শহরের নামকরা ওই মিষ্টির দোকানের হোর্ডিংয়ের ফাঁক দিয়ে কালো ধোঁয়া বেরতে দেখা যায় ৷ বিষয়টি আন্দাজ করে দ্রুত দোকানের কর্মী এবং গ্রাহকরা বেরিয়ে আসেন ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ কিছুক্ষণের মধ্যেই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ৷ ওই বহুতলের পিছনের অংশ দিয়েও কালো ধোঁয়া বেরতে দেখা যায় ৷ ফলে বহুতলের পিছনের দিক দিয়েও আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের কর্মীরা ৷ প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী ৷ দমকলের তরফে জানানো হয়েছে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তবে, তার সঠিক পরিমাণ এখনই বলা সম্ভব নয় ৷