বেহালার বাজারে আগুনে ভস্মীভূত ২৪ টি দোকান

রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ বড়িশা স্কুল সংলগ্ন বেহালার চৌরাস্তার পাশের বাজারে আগুন লাগে। আগুনে ভস্মীভূত প্রায় ২৪টি দোকান। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। পুলিশ ও দমকল সূত্রে খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি বিভিন্ন সামগ্রীর দোকানে। বাজারের পাঁচিলের পিছনেই একটি স্কুল বাড়িরও আংশিক ক্ষতি হয়েছে। তবে বাজারে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। স্থানীয় সূত্রে খবর, আচমকাই ধূপগুড়ি সুপার মার্কেটের ব্যবসায়ীরা দেখতে পান, রেগুলেটেড মার্কেটের অফিসের পাশেই দাউ দাউ করে আগুন জ্বলছে। নিমেষের মধ্যে পাঁচটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। এর ফলে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পাশেই চলছিল দোলের মেলা।

error: Content is protected !!