রণবীর-শ্রদ্ধার শ্যুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

মর্মান্তিক দুর্ঘটনার শিকার পরিচালক লাভ রঞ্জনের শিরোনামহীন সিনেমার শ্যুটিং সেট। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের লিঙ্ক রোডের কাছে আন্ধেরি ওয়েস্টের চিত্রকূট স্টুডিওতে। অন্ধেরি ওয়েস্টের স্টার বাজার এলাকার এই স্টুডিওতে আজ বিকেল সাড়ে ৪টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ৷ এই ছবিতে অভিনয় করছেন, অভিনেতা রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। জানা গিয়েছে, প্রায় ১০০০ বর্গফুট এলাকা জুড়ে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১০টি ইঞ্জিন ৷ সূত্রের মতে, সেটে চূড়ান্ত আলোকসজ্জার সময় এই ঘটনাটি ঘটায় আগুন থেকে বাঁচতে গিয়ে কয়েকজন ক্রু সদস্য আহত হয়েছেন এবং তাঁদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। সূত্রের খবর, ওই সেটের তিনটি তলাই পুড়ে গিয়েছে। যদিও সেটে আপাতত কোনও শ্যুটিং চলছিল না। ওই সেটের একটি সূত্র জানিয়েছে, রণবীর এবং শ্রদ্ধা আজ শুটিং করছেন না। লাভ রঞ্জনের পরিচালনায় রণবীর- শ্রদ্ধা অভিনীত এই ছবির সেটে সবচেয়ে বড় গানের শ্যুটিং সম্পূর্ণ করার কথা রয়েছে। যেখানে ৪০০ জন ডান্সারের এই গানে অংশ নেওয়ার কথা রয়েছে। এমনকি শ্রদ্ধা কাপুর এবং রনবীর এই গানের কিছু অংশ শ্যুটিং শুরুও করেছিলেন। কিন্তু শ্রদ্ধা আচমকা অসুস্থ হয়ে পড়ায় শুটিং বন্ধ রাখতে হয়েছিল। আগামী পরশু থেকেই এই গানের শ্যুটিং শুরু করার কথা ছিল। সেই জন্যই আলোকসজ্জার কাজ চলছিল। পাশাপাশি আরও খবর পাওয়া গিয়েছে যে, যেখানে আগুন লেগেছিল সেই এলাকার পাশের সেটেই শ্যুটিং করছিলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্রের নাতি এবং সানি দেওলের ছোট ছেলে রাজবীর। রাজবীরের এটাই প্রথম চলচ্চিত্র। ঘটনার সময় নাকি তিনি এই ছবির একটি দৃশ্যের মাঝে ছিলেন। সৌভাগ্যক্রমে, তিনি এখন নিরাপদ। ইতিমধ্যেই এই ছবির শুটিং বন্ধ করে কাস্ট-এবং-ক্রুদের বাড়িতে পাঠানো হয়েছে। তবে লভ রঞ্জনের ছবির সেটের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায়, রাজবীরের ছবির সেটের ক্ষতি হয়। রণবীর এবং শ্রদ্ধার ছবির সেটে আগুন লাগার খবর ছড়িয়ে পেয়েই ভক্তদের মধ্যে উদ্বিগ্নের সৃষ্টি হয়েছে। গোটা সেট আগুনে পুড়ে গিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হয়নি। আপাততঃ ওই শ্যুটিং গ্রাউন্ডটি সিল করা হয়েছে।

error: Content is protected !!