তপসিয়ায় রবারের গোডাউনে আগুন

তপসিয়ায় রবার কারখানায় আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে আটটি ইঞ্জিন। গোটা বিষয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রে খবর, এদিন সকাল ১০টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। ওই গুদামের পাশেই একটি বহুতল আছে। আশঙ্কা করা হচ্ছে, সেখানে আগুন ছড়িয়ে পড়তে পারে। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যদিও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।  ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। দমকল সূত্রে খবর, গুদামের মধ্যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার পরই ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।