সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি বহুতলে আজ সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। জানা গিয়েছে, ৪৫ নম্বর সেন্ট্রাল অ্যাভিনিউয় ঠিকানার ওই বহুতলের ছ’তলায় সকাল সাড়ে দশটা নাগাদ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অকুস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। চলছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা। বহুতলের ওই ফ্লোরে একটি অফিস রয়েছে। সেই অফিসেরই ইলেক্ট্রনিক্স জিনিস থেকে আগুন ছড়াতে পারে বলে অনুমান করা হচ্ছে।