রিষড়াতে হাউসিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড

হুগলি জেলার রিষড়া থানার অন্তর্গত চার নম্বর রেলগেট সংলগ্ন হাউসিং কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ আগুন লাগে। হাউসিংয়ের একদম ওপরের তলায় ভয়াবহ আগুন দেখা যায়। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বরান অনুযায়ী ওই হাউজিংয়ের ই ব্লকের ১৩ তলাতে এই আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শট – সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ওই আবাসনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

error: Content is protected !!