
ঢাকুরিয়া রেল লাইনের সংলগ্ন বস্তিতে অগ্নিকান্ড , বন্ধ ট্রেন চলাচল
ঢাকুরিয়ায় রেল লাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন লাগার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। ফলে দুর্ভোগে নিত্যযাত্রীরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, দুপুর ১টা ১০ মিনিট নাগাদ আগুন লাগে ঢাকুরিয়া ও যাদবপুরের মাঝের রেললাইন সংলগ্ন বস্তিতে। দেড়টা নাগাদ দমকল পৌঁছয়। তিনি আরও জানান, আগুন লাগার ফলে লাইনের উপর দাঁড়িয়ে রয়েছে মানুষজন। যার জন্যই বাধ্য হয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আগুন লাগানোর ঘটনায় সমব্যথী রেল।