সেকেন্দ্রাবাদের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬

ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের একটি বহুতল শপিংমলে ভয়ংকর আগুন লাগে। শপিং কমপ্লেক্সের মধ্যেই বেশ কিছু মানুষ আটকে পড়েছিলেন। আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকল দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছায়। জানা গিয়েছে, ওই শপিং কমপ্লেক্সের ভেতর ২০০ টি দোকান ছিল, যার মধ্যে অনেকগুলি দোকানই পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুধু দোকান নয়, শপিং কমপ্লেক্সের ভেতরে আটকে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত নিখোঁজ চার জন।

error: Content is protected !!