পাঠানকোট এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড

বুধবার বিকেলে আচমকাই আগুন লাগে ১৪৬২৪ পাঠানকোট এক্সপ্রেসে।  পঞ্জাবের ফিরোজপুর থেকে ট্রেনটি যাচ্ছিল মধ্য প্রদেশের সিওনির উদ্দেশে। আগরার মালপুরা থানার অন্তর্গত ভরাই রেলস্টেশনের কাছে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ট্রেনটি যখন আগ্রা এবং ঢোলপুরের মাঝামাঝি, তখন আচমকাই ট্রেনের জিএস কোচ থেকে ধোঁয়া বার হতে দেখেন যাত্রীরা। এটি ইঞ্জিন থেকে চতুর্থ বগী। আগুন দেখতে পাওয়া মাত্রই ট্রেন থামিয়ে দেওয়া হয়। কামরা দ্রুত খালি করে, মূল ট্রেনের থেকে কোচষটি বিচ্ছিন্ন করে দূরে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দ্রুত পদক্ষেপ করায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় পাঠানকোট এক্সপ্রেস। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

error: Content is protected !!