
চিনার পার্কের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড
মঙ্গলবার রাতে বড়বাজারের মেছুয়া বাজারের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গিয়েছে ১৪ জনের। হোটেল কর্তৃপক্ষের গাফিলতির একাধিক অভিযোগ উঠেছে। এর মাঝেই বৃহস্পতিবার সকালে ফের কলকাতায় একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড। দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, বাগুইআটির চিনার পার্কে সকাল সাড়ে ছটা নাগাদ একটি রেস্তোরাঁয় আগুন লাগতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। হাজির হয় দমকলের দু’টি ইঞ্জিন। রেস্তোরাঁর ভিতরে গ্যাস সিলিন্ডার থাকায় বিস্ফোরণের আশঙ্কাও তৈরি হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারাই পাইপ দিয়ে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন কয়েক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক ধারণা, মূলত শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। রেস্তোরাঁর ভিতরে বেশ কিছু দাহ্য বস্তু ছিল বলেও খবর। রেস্তোরাঁর বেশ কিছু সামগ্রী পুড়ে গিয়েছে বলে খবর।