
মির্জা গালিব স্ট্রিটের গেস্ট হাউসে অগ্নিকাণ্ড, মৃত ১
শনিবার ভোরে মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভস্মীভূত হয়ে গিয়েছে ১১টি ঘর। কলকাতায় চিকিৎসা করাতে আসা বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ওই গেস্ট হাউসে ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান দমকল আধিকারিকদের। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।