মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২

মুর্শিদাবাদের রানিনগরে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী। পুলিস সূত্রে খবর, টোটোয় করে মাদক পাচার করতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়ে পাচারকারীরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে দু’জনকে গ্রেপ্তার করে রানিনগর থানার পুলিস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি দেশি পিস্তল এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম রেন্টু শেখ ও মিলন শেখ। রেন্টুর বাড়ি ডোমকল থানার পাইকমারি এলাকায়। মিলনের বাড়ি রানিনগর থানার লসনপুর এলাকায়। ধৃতদের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে তোলা হচ্ছে।

error: Content is protected !!