রামনবমীর আগে ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

রামনবমীর আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার । আনন্দপুরের পর এবার ঘটনাস্থল হাওড়া স্টেশন । ধৃতের নাম আমজাদাউল শেখ (৩৯)। বাড়ি মুর্শিদাবাদে । তাঁকে শুক্রবার হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা । তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র-সহ বেশ কয়েক রাউন্ড গুলি ও গুলির খোল । এদিন কলকাতা পুলিশের এসটিএফের দায়িত্বে থাকা অতিরিক্ত নগরপাল ভি সলেমন নেশাকুমার বলেন, “কিছুদিন আগে আনন্দপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছিল । তাঁদের জেরা করেই এই অভিযুক্তের সন্ধান মিলেছে । অভিযুক্তকে শনিবার আদালতে পেশ করা হবে । তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে এই আগ্নেয়াস্ত্র সরবরাহের ঘটনার নেপথ্যে আর কারা কারা রয়েছে তাও খতিয়ে দেখবেন তদন্তকারীরা ।” প্রসঙ্গত, কিছুদিন আগে আনন্দপুর থানা এলাকা থেকে এক মহিলা ও এক ব্যক্তিকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা । তাঁদের থেকে উদ্ধার হয়েছিল প্রায় 10টি আগ্নেয়াস্ত্র । জানা গিয়েছে, তাঁরা আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত । বাইরের রাজ্য থেকে তাঁরা এ রাজ্যে সেই আগ্নেয়াস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যে এসেছিলেন বলে খবর । তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে আমজাদাউল শেখের সন্ধান পান গোয়েন্দারা ।

error: Content is protected !!
23:33