হাওয়াই দ্বীপে দাবানলে পুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩, নিখোঁজ ১০০০

ভয়াবহ দাবানলে কার্যত ছারখার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত হাওয়াই দ্বীপপুঞ্জ। অঙ্গরাজ্যটির মাউয়ি দ্বীপের লাহাইনা শহরে ভয়াবহ আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছেন অন্তত ৫৩ জন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও অসংখ্য মানুষ। খোঁজ পাওয়া যাচ্ছে না কমপক্ষে এক হাজার জনের। হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন চলতি দাবানলকে অঙ্গ রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার হাওয়াই দ্বীপপুঞ্জের মাউয়ি দ্বীপে আছড়ে পড়ে হ্যারিকেন। আর সেই ঝড়ের দাপটে কার্যত ধ্বংসস্তুপের চেহারা নেয় মাউয়ি দ্বীপের লাহাইনা। আচমকাই ছড়িয়ে পড়ে দাবানল। নিমিষেই ভয়াবহ চেহারা নেয় সেই বিধ্বংসী দাবানল। ছারখার করে দেয় লাহাইনাকে। ভয়াবহ আগুন নেভাতে দমকল কর্মীদের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের নামানো হয়। আগুন থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন। ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যাওয়ায় ভয়াবহ আগুন আনতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। দ্বীপটির পশ্চিমাংশ অন্য অংশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কানপাতা দায় হয়ে উঠেছে। ভয়াবহ দাবানলের কারণে গত দুদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরেছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থাও ভেঙে পড়েছে। পড়ে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাহাইনার বাসিন্দারা। হাসপাতালগুলিতে অগ্নিদগ্ধ রোগীর ভিড় উপচে পড়েছে। নিখোঁজদের সন্ধানে শুরু হয়েছে বিশেষ তল্লাশি অভিযান।

error: Content is protected !!