
ফের কলকাতা পুরসভার মুখ্য প্রশাসকের দায়িত্বে ফিরহাদ হাকিম
ভোট মিটতেই ফের কলকাতা পুরসভার মুখ্য প্রশাসকের দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার রাজ্যের তরফে একটি নির্দেশিকা জারি করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানেই বলা হয়েছে, ফের মুখ্য প্রশাসকের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে ফিরহাদ হাকিমের হাতে। এছাড়া প্রশাসকমণ্ডলীতে যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককেই ফিরিয়ে দেওয়া হবে পুরনো দায়িত্ব। দলনেত্রীর নির্দেশে মঙ্গলবারই কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছেন ফিরহাদ হাকিম। বিকেল ৪টে নাগাদ এ ব্যাপারে একটি বৈঠক ডেকেছেন তিনি। ফিরহাদের ওই বৈঠকে উপস্থিত থাকবেন পুরসভার প্রাক্তন কো-অর্ডিনেটররাই।