‘এখনই বিধি নিষেধ নয়’, উৎসবের মরসুমে মানুষকে সাবধান থাকার বার্তা মেয়র ফিরহাদ হাকিমের

এদিন করোনা প্রসঙ্গে শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, গতকালকে মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য আধিকারিকরা বৈঠক করেছে। আমরা সজাগ দৃষ্টি রাখছি। এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। একটা ও কেস পায়নি ।তাই বিধি নিষেধের দিকে যাচ্ছি না। আমরা স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ রাখছি। বুস্টার ডোজ কেন্দ্র দিচ্ছে না। একটা করে বোরো তে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে । পেলে সেটা হেলথ সেন্টারগুলোতে দেওয়া হবে, যদি কেন্দ্র সরকার পাঠায়। করোনা প্রসঙ্গে শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন,মানুষ বুস্টার নিতে অনীহা প্রকাশ করছে। আমাদের কাছে মাস্ক নিয়ে কোনো নির্দেশিকা আসেনি। আমরা সারা দিন বসে থাকি। কিন্তু একটা লোক ও আসছে না। উৎসবের মরসুমে মানুষ কে সাবধান থাকার বার্তা মেয়রের। করোনা না থাকলেও মাস্ক পড়া ভালো বলে অভিমত মেয়রের। যেহুতু একটা ও কেস আসেনি, তাই আতঙ্ক ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে মুসলিম বুরীয়াল বোর্ড ভেঙে দেওয়ার কোনো চিন্তা নেই বলে জানান মেয়র। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা প্রেমিসেস নম্বর দিয়ে ট্রেড লাইসেন্স নিয়ে নেওয়া হচ্ছে। এটা হকারি করার জন্য বৈধ নয়। ট্রেড লাইসেন্স একটা ডিক্লেরেশন । এখন পর্যন্ত ২০% মানুষ কলকাতা পুর সংস্থার পক্ষ থেকে সতর্কতামূলক ডোজ নেয়নি। বেসরকারি ভাবে কত লোক নিয়েছে এটা আমাদের হাতে নেই বলে জানালেন মেয়র। রাজ্যপাল বিধান সভায় গিয়েছিলেন।সেই বিষয় নিয়ে মেয়র বলেন, সেই জন্যই তো বিরোধী দলের নেতা কে চা চক্র ডাকা হয়েছিল। সেই জন্যই তো আমরা চেয়েছিলাম যে আমরা বিরোধীদের সঙ্গে মিলে বাংলার পাওনা নিয়ে কেন্দ্রে যেতে ।

error: Content is protected !!