
কংগ্রেস দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়ে গেল, এত পুরনো একটা দল কিভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে: ফিরহাদ হাকিম
আজ ৫ রাজ্যের ভোটের ফলাফলে কার্যত উড়ে গিয়েছে কংগ্রেস। সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘কংগ্রেস দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়ে গেল। এত পুরনো একটা দল কিভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কংগ্রেসের উচিত নিজেদের অস্তিত্ব রক্ষায় তৃণমূলের সঙ্গে যোগ দেওয়া। গান্ধীবাদ ও সুভাষ বাদ নিয়ে একসঙ্গে লড়াই করা।’ পাশাপাশি উত্তরপ্রদেশের ফল নিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘উত্তরপ্রদেশে এখনও কাউন্টিং চলছে। উত্তরপ্রদেশে অনেক রকম ব্যাপার আছে। কিন্তু ২৪ শে এই ফলাফল হবে না। আমরা লড়াই করব মোদি হটাও দেশ বাঁচাও। মোদি সরকার স্বচ্ছ ইলেকশন করেননি। উত্তরপ্রদেশ রেজাল্ট নিয়ে তাই আত্মসন্তুষ্টির কিছু নেই বিজেপির।‘ গোয়া প্রসঙ্গে আবাসন মন্ত্রীর প্রতিক্রিয়া, ‘দায়িত্বে আছে অভিষেক। গোয়া ফলাফলের ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেবে অভিষেক, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে।’