ময়নায় বিজেপি নেতা খুনে ভোররাতে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

বিজেপির ডাকা বনধে বুধবার দিনভর অশান্ত ছিল ময়না। বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের পর ডাকা বনধ ব্যর্থ করতে কার্যত হিমশিম খায় পুলিশ। তবে ভোররাতে পুলিশ মিলন ভৌমিক নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। এদিন তাঁকে তমলুক আদালতে তোলা হবে। মিলন ভৌমিক ময়নার বাকচার স্থানীয় পঞ্চায়েত সদস্য। বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের হওয়া এফআইআর-এ তাঁর নাম ছিল ছাব্বিশ নম্বরে। ভোররাতে বলাইপণ্ডা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে বলাইপণ্ডা এলাকায় নিজের মেয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন তিনি।

error: Content is protected !!