ক্যাম্পাসেই আত্মঘাতী আইআইটি বম্বের প্রথম বর্ষের পড়ুয়া

আত্মঘাতী আইআইটি বম্বের প্রথম বর্ষের পড়ুয়া।  জানা গিয়েছে, মৃতের নাম দর্শন সোলাঙ্কি(১৮)। সে আহমেদাবাদের বাসিন্দা। গতকাল, রবিবার ক্যাম্পাসেরই একটি বহুতলের সাততলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় সে। সে মাত্র তিন মাস আগেই মেকানিকাল বিভাগে বি-টেক-এর ছাত্র হিসেবে ভর্তি হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!