একের পর এক উড়ানে বিলম্ব, যাত্রীদের ভিড়ে পদপিষ্ট অবস্থা দিল্লি বিমানবন্দরে

চারটির মধ্যে একটি রানওয়ে মেরামতির জন্য বন্ধ। তার জেরে বিশৃঙ্খল পরিস্থিতি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। একের পর এক উড়ানে বিলম্ব হওয়ায় নাকাল যাত্রীরা। মঙ্গলবার থেকে এই মেরামতির কাজ শুরু হয়েছে। পাঁচ দিন ধরে টানা হয়রানির শিকার হওয়া যাত্রীরা শুক্রবার ক্ষোভ উগরে দেন বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার মধ্যে শুরু হয় ধুলোর ঝড়। আবহাওয়াও ভিলেন হয়ে ওঠে গন্তব্যে উড়ানের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা যাত্রীদের কাছে। ভিড়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কার্যত পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয় দেশের অন্যতম ব্যস্ত এই এয়ারপোর্টে। আবহাওয়ার অবনতি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একের পর এক উড়ানে বিলম্ব যাত্রীদের ধৈর্যের বাঁধ ভাঙে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ৯ এপ্রিল থেকে প্রতিদিন ২০০টি করে উড়ান নামাওঠা করছে না। যদিও কর্তৃপক্ষের তরফে সঠিক ভাবে কোনও নির্দেশিকা দেওয়া হচ্ছে না বলেই দাবি যাত্রীদের। এক যাত্রীর কথায়, ‘দিল্লি বিমানবন্দরে বিভ্রান্তিকর এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। উড়ানে বিলম্ব বড় কথা নয়। আখছার ঘটে। কিন্তু বিলম্ব সংক্রান্ত সঠিক তথ্য না পাওয়ায় আমরা অবাক হচ্ছি।’ ওই যাত্রীর আরও দাবি, ‘এয়ার ইন্ডিয়ায় কর্মীর অভাব রয়েছে। উড়ানের সঠিক সময় তারা জানাতে পারছে না। উড়ানের গন্তব্যস্থলও সঠিক জানা নেই। প্রতিটি গেটে বিক্ষোভ চলছে। বিমানবন্দরের কর্মীরাও অসহায় বোধ করছেন। তাঁদের কাছেও স্পষ্ট কোনও নির্দেশিকা নেই।’

https://twitter.com/i/status/1910853172081369461

error: Content is protected !!