
এবার উত্তর ভারতের ৮ বিমানবন্দরে উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া
ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের বেশ কিছু বিমানবন্দরে পরিষেবা বাতিলের কথা জানাল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷ এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে যাত্রীদের নিরাপত্তার সুবিধার্থে ১৩ মে মঙ্গলবার জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভূজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে আসা এবং যাওয়ার ফ্লাইটগুলি বাতিল করা হয়েছে । আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আপনাদের আপডেট দিতে থাকব । আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে আমাদের যোগাযোগ কেন্দ্রে 011-69329333 / 011-69329999 নম্বরে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট http://airindia.com দেখুন ।” পাশাপাশি, যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে স্পাইসজেট জানিয়েছে, ‘‘সাম্প্রতিক পরিস্থিতির কারণে ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসর-সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ওই বিমানবন্দরগুলিতে বিমানের ওঠানামা প্রভাবিত হতে পারে। এই পরিস্থিতি মাথায় রেখে সকলকে যাত্রার পরিকল্পনা করতে অনুরোধ করা হচ্ছে।’’