
প্রবল বৃষ্টিতের জেরে উত্তর সিকিমে বন্যা পরিস্থিতি, আটকে প্রায় ৮০০ পর্যটক
এবার উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাতের জেরে সিকিমে বন্যা পরিস্থিতি । যার জেরে ফের ধাক্কার মুখে সিকিমের পর্যটন শিল্প । শুক্রবার থেকেই পর্যটকদের জন্য উত্তর সিকিম যাওয়ার পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে । এই মুহূর্তে উত্তর সিকিমে আটকে রয়েছে প্রায় আটশো পর্যটক । তাদের অবশ্য সুরক্ষিত থাকার ব্যবস্থা করেছে সিকিম সরকার । তাদের চুংথাং এলাকায় সরিয়ে নিয়ে আসা হয়েছে । পাশাপাশি উত্তর সিকিমে প্রায় ২০০ গাড়ি আটকে রয়েছে । সেই সঙ্গে যাঁদের কাছে পর্যটনের অনুমতি রয়েছে, তাঁদেরও ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । বৃহস্পতিবার বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশে । তার ফলে একাধিক রাস্তায় ধস নেমেছে । বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল । সপ্তাহের শুরু থেকেই একাধিকবার প্রবল ঝড়বৃষ্টির সম্মুখীন হয়েছে সিকিম । বৃহস্পতিবার থেকে শুরু হয় প্রবল বৃষ্টি । তাতেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লাচুং ও লাচেন । অস্বাভাবিকভাবে জলস্তর বেড়েছে তিস্তায় । লাচেন, লাচুং ও গুরুদোংমার যাওয়ার একাধিক রাস্তায় ধস নেমেছে । ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেছে প্রশাসন । কিন্তু প্রবল বৃষ্টির ফলে উদ্ধার ও মেরামতের কাজেও ব্যাঘাত ঘটছে । বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গ্যাংটকেও । একাধিক বাড়ি, রাস্তার উপর দিয়ে জল বইতে শুরু করেছে । তিস্তার অস্বাভাবিক জলস্ফীতির কারণে এনএইচআইডিসিএল ৫ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে । কারণে ওই ইউনিটটি বন্ধ রাখা হয়েছে ।