মমতার প্রতিবাদই সার, আজ সকালেও ফের হাজার হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি
গোটা দক্ষিণবঙ্গ যেন জলের তলায়। মমতার প্রতিবাদই সার। আজ, শুক্রবার সকাল ৭টায় দামোদরের দুর্গাপুর ব্যারেজে থেকে বিপুল জল ছাড়া হল। আজ মাইথন ড্যাম ৬ হাজার কিউসেক জল ছাড়ল। আজ, শুক্রবার সকালে জল ছাড়ল পাঞ্চেত জলাধারও। সেখান থেকে ২০ হাজার কিউসেক জল ছাড়া হল। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ দামোদরের দুর্গাপুর ব্যারেজে থেকে জল ছাড়ার পরিমাণ ছিল এরকম: ‘এলএমবিসি’ বা ‘লেফ্ট ব্যাংক মেইন ক্যানাল’ থেকে ৬০০ কিউসেক। ‘আরএমবিসি’ বা ‘রাইট ব্যাংক মেইন ক্যানাল’ থেকে ২০০ কিউসেক। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় মাইথন ৬ হাজার কিউসেক জল ছেড়েছিল। সকাল ১০ টায় পাঞ্চেত জলাধারও ছেড়েছিল ১৬ হাজার কিউসেক জল। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ব্যারাজের ‘এলএমবিসি’ থেকে ছাড়া হয়েছিল ৬০০ কিউসেক জল। দুর্গাপুর ব্যারাজের ‘আরএমবিসি’ থেকে ছাড়া হয়েছিল ২০০ কিউসেক জল। কার দোষে এই দুর্দশা, তা নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা চলছে।