ঘন কুয়াশার জেরে হাওড়া-শিয়ালদহে দেরিতে চলছে লোকাল ট্রেন

ভোরের আলো ফুটতেই দেখা মিলল জমাট কুয়াশার৷ ঘন কুয়াশার জেরে ট্রেন ও বিমান পরিষেবার সকাল সকালই বাধা পড়ল রবিবার৷ এদিকে এদিন টেট থাকায় ভোর ভোরই ট্রেন, বাসে চেপে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছেন পরীক্ষার্থীরা৷ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় ভোগান্তির শিকার হতে হল তাঁদেরও৷ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয় এদিন। রবিবার সকালে দৃশ্যমানতা নেমে গিয়েছিল ২৫ মিটারে। এদিন সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় কলকাতা বিমানবন্দর ও নিউটাউন সংলগ্ন অঞ্চল। সকাল ৬টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমান নেমে যায় ৫০ মিটারে। এরপর, সাড়ে ছটা নাগাদ এই দৃশ্যমানতা আরও কমে ২৫ মিটারে পৌঁছয়। এর ফলে কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয় বিমান চলাচল। বেশ কয়েকটি বিমান ছাড়তে না পেরে আটকে থাকে কলকাতা বিমানবন্দরে। পাশাপাশি নিউ টাউন এবং কলকাতা বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে থাকার কারণে, যানবাহন চলাচলের ক্ষেত্রেও যথেষ্ট অসুবিধের সৃষ্টি হয়। প্রায় ২৫-৩০ মিনিট দেরিতে চলছে প্রত্যেকটি ট্রেন| লোকাল ট্রেন চলাচলেও বিঘ্ন৷ হাওড়া তো বটেই শিয়ালদহের বিভিন্ন শাখাতেও ট্রেন দেরিতে চলছে বলে সূত্রের খবর৷

error: Content is protected !!