জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি, পুজোয় ভাসবে বাংলা

শহরের বড় বড় দুর্গাপুজো ইতিমধ্যেই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। পুজোর কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। উৎসবের আনন্দের মাঝে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, বাংলার ও বাংলাদেশের উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। এদিকে বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূণাবর্ত তৈরি হয়েছে। এই আবহে দুর্গাপুজোর আগে সপ্তাহান্তে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় হতে পারে ভারী বৃষ্টি। তার পর বৃষ্টির পরিমাণ কমলেও রেহাই মিলবে না। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি আগামী ২৪ ঘন্টায়। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতে ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি। বৃষ্টির পরিমাণ কমতে পারে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। শনিবারের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে।  বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। ক্ষতি হতে পারে শস্যের। নদীর জলস্তর বাড়বে। দৃশ্যমানতা কমতে পারে।

error: Content is protected !!