
মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা!
পঞ্জাব, অসম, উত্তরপ্রদেশ এবং উত্তর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত রয়েছে । তার উপর দিয়েই ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা । এর ফলে পশ্চিমবঙ্গে এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে । রাজ্যে আগামী তিন দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না । তবে মঙ্গলবারের পরের দু’দিন আবার দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে । আজ, দিনের আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ এবং ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে । হাওয়া অফিসের আজকের পূর্বাভাস বলছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার দু-একটি জায়গায় রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । বাকি জেলাগুলিতে সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তারপর থেকে দক্ষিণের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে । উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ । বিশেষ করে উপরের পাঁচটি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টি হবে । রবিবার পর্যন্ত শুধু দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের জন্য হলুদ সতর্কতা জারি আছে । সমুদ্র এবং সংলগ্ন উপকূল এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে । দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ৫৫ কিলোমিটার পর্যন্ত । এর ফলে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রির নীচে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.২ডিগ্রির নীচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯১ শতাংশ ও সর্বনিম্ন ৫৯ শতাংশ ।