কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি

বিজেপিতে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কিরণ কুমার রেড্ডি। আজ, শুক্রবার তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। ফলে দক্ষিণ ভারতে আরও একটি বড়সড় ধাক্কা খেল হাত শিবির। যদিও কিরণ কুমার রেড্ডির বিজেপিতে যোগদান আগে থেকেই প্রায় নিশ্চিত ছিল। কয়েক সপ্তাহ আগেই তিনি একটি চিঠি দিয়ে কংগ্রেস ছাড়েন। আজ তিনি আধিকারিকভাবে বিজেপিতে শামিল হলেন। এমন একজন হেভিওয়েট নেতার বিজেপিতে যোগদানের ফলে অন্ধ্রপ্রদেশে পদ্ম শিবিরের অবস্থান আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে।

error: Content is protected !!